
ওঙ্কার ডেস্ক : কবর থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে সোমবার সকালে হাতেনাতে ধরা পড়লো এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বজবজ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ষোলআনা কবরস্থানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে কবরস্থান থেকে একের পর এক মৃতদেহ উধাও হচ্ছিল। এটা নজরে আসায় এলাকার বাসিন্দারা কবরস্থানটির উপর নরজ রাখছিলেন। এদিন সকালে এক ব্যক্তিকে কবরস্থানে ঢুকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা কবরস্থানের মধ্যে গিয়ে ওই ব্যক্তিকে মাটি খুঁড়ে মৃতদেহ বের করতে দেখেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কবরস্থানটি বজবজের ৫০০ মিটারের মধ্যে হলেও তা জনবসতির এলাকার বাইরে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সুযোগটি নিয়ে সহজে কাজ হাসিল করে আসছিল একটি চক্র। খবর পেয়েই ঘটানাস্থলে যায় বজবজ থানার পুলিশ। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় হয়।
এ রাজ্যে লাশ পাচারের ঘটনা নতুন নয়। নানান সময়ে এই চক্রের কার্যকলাপ উঠে এসেছে সংবাদ মাধ্যমে। আরজি কর কাণ্ডেও জড়িয়ে আছে লাশ পাচারের অভিযোগ। এনিয়ে তৎকালীন হাসপাতাল সুপ্রিমো সন্দীপ ঘোষের যোগসাজশের অভিযোগ উঠেছে। আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আখতারের অভিযোগে উঠে এসেছিল মৃতদেহ লোপাটেরও বিষয়টিও।
হাসপাতালগুলির মর্গগুলো থেকে মৃতদেহ পাচারের ঘটনায় বিভিন্ন সময়ে তৎপর হয়েছে সরকারও। গত নভেম্বর মাসে বর্ধমান মেডিক্যাল কলেজে দেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল ছয়জন l হাসপাতালেরl অ্যাম্বুল্যান্সে করে পাচার হচ্ছিল মৃতদেহ l একসময় লাশ গায়েবের ঘটনা নজরে এলেই খোঁজ পড়তো বর্ধমানের পূর্বস্থলীতে। ভাগীরথীর জলে লাশ পচিয়ে কঙ্কাল পাচারের চক্র এতটাই রমরমা ছিল।
ভিডিও দেখুন-