
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা: বুধবার সকাল সকাল দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত ফটিকপুর শাসমল পাড়া এলাকায় কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাতঃভ্রমনে বেরিয়ে রাস্তার পাশে একটি কুমির দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন এলাকার বাসিন্দারা । চিৎকার শুনে গ্রামবাসীরা এসে রাস্তার ধারে জড়ো হন। কিন্তু কুমিরটিকে ধরার আগেই কুমিরটি লাফিয়ে পুকুরে নেমে যায়। খবর পেয়ে নামখানা বনদপ্তরের কর্মীরা এসে পৌঁছায় ঘটনাস্থলে। গ্রামবাসী এবং বনদপ্তরের কর্মীদের তৎপরতায় সাতখানা মোটর দিয়ে পুকুরের জল বাইরে ফেলা দেওয়া হয়। তারপর একটি জালের সাহায্যে ধরে ফেলা হয় কুমিরটিকে। ইতিমধ্যেই কমিটিকে নিয়ে যাওয়া হয়েছে বকখালি রেঞ্জার অফিসে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর ভাগতপুর অথবা বুনি ক্যাম্প এলাকায় ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে।