
তামসী রায় প্রধান, কলকাতাঃ তিনি শনিবার দার্জিলিংয়ে যাচ্ছেন রাজ্যপাল। শনিবার সেখানেই তৃণমূল প্রতিনিধি দলকে দেখা করার জন্য ডেকে পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলকে দেখা করার সময় দিয়েছেন তিনি।
এই বার্তা পেয়ে রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে আমরা ধরনা করছি, সেখান থেকে ৭০০ কিলোমিটার দূরে দার্জিলিং। উনি আমাদের খবর পাঠিয়েছেন, আগামিকাল বিকেলে আমাদের সঙ্গে দেখা করবেন। আমরা তাঁর পদকে সম্মান করি। আমাদের তিন প্রতিনিধি – কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রদীপ মজুমদার যাবেন দার্জিলিংয়ে আপনার সঙ্গে দেখা করতে।
অভিষেক আরও বলেন, “রাজভবনে এসেই আপনাকে আমার সঙ্গে, আমাদের সঙ্গে দেখা করতেই হবে। আমি ৫০ লক্ষ চিঠি আপনাকে পড়াব।”