
ওঙ্কারডেস্ক,সাইবার প্রতারনার ক্ষেত্রে বড় সাফল্য পেল নাগেরবাজার থানা পুলিশ।দিন দিন সাইবার প্রতারণা বেড়েই চলেছে। সরকারের পক্ষ থেকে মানুষকে বারবার সর্তকতা মূলক প্রচার করা হলেও মানুষ সেই ফাঁদে পা দিচ্ছেন।নাগেরবাজার থানা সাইবার ক্রাইম পক্ষ থেকে ৮ জনকে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল প্রতারিতদের হাতে।
প্রসঙ্গত,এই ২০ লক্ষ্য টাকার চেক নাগেরবাজার পুলিশ আধিকারিক সহ সঙ্গে ছিলেন ডি,সি,পি সাউথ ব্যারাকপুর অনুপম সিং ৮ জন হাতের তুলে দিলেন।সংক্ষিপ্ত সময়ের মধ্যে টাকা ফেরত পেয়ে খুশি প্রতারিত ব্যক্তিরা। তারা নাগেরবাজার থানাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন অভিযোগ জানানোর অল্প সময়ের মধ্যে তারা টাকা ফেরত পাবেন সেটা ভাবেননি, তাই তারা কুর্নিশ জানিয়েছেন নাগেরবাজার থানাকে।