
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : দানা সেভাবে তাণ্ডব না দেখালেও নতুন সঙ্কটে গঙ্গাসাগর ! বৃষ্টির জলে বেড়েছে নদীর জলস্তর. সেই জল এবার ঢুকে গেল কপিল মুনি মন্দির সংলগ্ন এলাকায়। সকাল থেকে চলছে অবিরাম বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া. রাত থেকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কূলে। দুপুরের জোয়ারের জলে নতুন করে বিপদের আশঙ্কা দেখা দিল গঙ্গাসাগরে।
অন্যদিকে, নতুন করে বাঁধভাঙ্গার আশঙ্কায় প্রশাসন. দানা আতঙ্ক অনেকটা কাটলেও ইতিমধ্যে প্রবল বৃষ্টির ফলে গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে নদী বাঁধ ভাঙ্গার আশঙ্কায় রয়েছে প্রশাসন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এলাকায় পৌঁছান. জরুরী ভিত্তিতে সেচ দপ্তর কাজ চালাচ্ছে বলে জানালেন মন্ত্রী।