
শেখ এরশাদ,কলকাতা : আগামী ১ লা অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের ডিজিটাল স্ট্রাইকের ঘোষণা করল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি এদিন জানান, অঙ্গনওয়াড়ি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তার বিরুদ্ধেই এই ডিজিটাল স্ট্রাইক এর ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের।
পাশাপাশি এদিন ভাস্কর ঘোষ আরও জানান, আইন অনুযায়ী অঙ্গনওয়াড়ি সিস্টেমে সুপারভাইজারের জন্য যত পথ থাকে তার মধ্যে ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে সংরক্ষিত থাকে। সেখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।
প্রসঙ্গত,মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার ডিএ আন্দোলনের ২১০ তম দিন। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভাঙড়ের আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সম্পর্কিত বিষয় বিধানসভায় তোলার জন্য এদিন শুভেন্দু অধিকারী ও নওশাদ সিদ্দিকীর কাছে আবেদন জানায় সংগ্রামী যৌথ মঞ্চ।