
শেখ এরশাদ,ওঙ্কার বাংলাঃ ঘূর্ণিঝড় দানার দাপটে শিয়ালদার দক্ষিণ শাখাতে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। অপরদিকে দানার কারণে শিয়ালদহতে একটি বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যাতে ২৪ ঘন্টা ধরে নজরদারি করা হবে। পাশাপাশি বৃহস্পতিবার বিকেল দিয়ে শুক্রবার সকাল অব্দি সেখানেই উপস্থিত থাকবেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম
ঘূর্ণিঝড় দানা তার দাপট দেখাতে শুরু করেছে। যত সময় এগোচ্ছে ততই আরও শক্তি বাড়াচ্ছে “দানা”। ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদাহ দক্ষিণ শাখাতে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহতে একটি বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যাতে ২৪ ঘন্টা ধরে নজরদারি করা হবে। বৃহস্পতিবার বিকেল দিয়ে শুক্রবার সকাল অব্দি সেখানেই উপস্থিত থাকবেন ডিআরএম নিজেই। তিনি নিজে পুরো পরিস্থিতি উপর তদারোকে চালাবেন। প্ল্যাটফর্মের উপরে থাকা বেশ কিছু বিজ্ঞাপনের হোডিং খুলে নেওয়া হয়েছে এবং চেক করা হয়েছে। জল জমার আগে ওয়াটার পাম্পের ও ব্যবস্থা করা হয়েছে। সিগন্যাল গুলির জন্য সবসময়ই অফিসার মোতায়েন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।