
শেখ এরশাদ : ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, এবার ঘূর্ণিঝড় দানা- র প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২৪ তারিখ সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ রাতে এবং ২৫ তারিখের সকালের দিকে এটি অগ্রসর করার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে। পুরী ও সাগর আইল্যান্ডের মাঝামাঝি। এটি অতিক্রম করার সময় বাতাসে গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। ২৩ তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দঃ ২৪ পরগনা ,পূর্ব-পশ্চিম মেদিনীপুর , কলকাত, হাওড়া , হুগলি , উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। ২৬ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। শুধু এক দুই জায়গায় ভারী মিষ্টি সম্ভাবনা রয়েছে।
উপকূল ভাগে ২৪ তারিখ সন্ধ্যা থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকবে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা। ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন