
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর : বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় দানা।এই ঝড়ের প্রভাব ওড়িশার পাশাপাশি পড়বে বাংলাতেও।তবে এই রাজ্যে সবচেয়ে প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলায়।আর তাই এই জেলার উপকূলবর্তী এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। ফাঁকা করা হয়েছে হোটেল গুলি।মাইকিং করে সতর্ক করা হচ্ছে । তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। ঘূর্ণিঝড় দানার প্রভাবে যাতে কোন সমস্যায় না পড়তে হয় তার জন্য প্রায় 500 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। নিচু এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে স্কুল ঘরে ও ফ্লাট সেন্টারগুলোতে।এই অবস্থায় বৃহস্পতিবার তাজপুর শংকরপুর দীঘা সহ উপকূলবর্তী এলাকা পরিদর্শনে করলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি । মৎস্যজীবীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য ট্রলার গুলিকে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই।সেই মতো ট্রলার গুলি ফিরে এসেছে কিনা , তা খোঁজ নেওয়ার জন্য আসেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।