
শেখ ইরশাদ,কলকাতা : ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা পুর সংস্থার পক্ষ থেকে ।নবান্ন ও লাল বাজার এর সঙ্গে সংযোগ রেখে তৈরি হয়েছে কন্ট্রোল রুম।শহরের যেকোন প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি প্রসাশন ।ক্রমশই দানা বাঁধছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে ।খোলা হয়েছে কন্ট্রোল রুম আর সেই কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকছে নবান্ন ও লাল বাজার পুলিশ হেড কোয়ার্টার।বুধবার দুপুর 2 টা থেকে শনিবার পর্যন্ত চরম সতর্কতা জারি থাকছে কলকাতা পৌর সংস্থায়।নিকাশি, সিভিক , বিদ্যুৎ ও আলো, উদ্যান , স্বাস্থ্য এবং জঞ্জাল অপসারণ বিভাগ কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।পৌর সচিব কে নোডাল অফিসার করে বোরো ও ওয়ার্ড ভিত্তিক দল গঠন করা হয়েছে।ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোল রুম ও খোলা হয়েছে কলকাতা পৌর সংস্থায়।জরুরি বিভাগ কে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।প্রস্তুত রাখা হয়েছে এন ডি আর এফ টিম।প্রস্তুত রাখা হয়েছে 281 টি নিকাশি মেশিন।থাকছে গাছ কাটার সরঞ্জাম ওমজুদ রাখা হয়েছে হাইড্রোলিক ল্যাডার সহ একাধিক সরঞ্জাম।