
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: ঘূর্ণিঝড় “দানার” প্রভাব পড়তে শুরু করেছে অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে। ঘন কালো মেঘে ঢেকেছে ঝাড়গ্রাম। যতই বেলা গড়াচ্ছে বৃষ্টির সাথে বাতাসের দাপট বাড়ছে। সকাল থেকেই কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাত চলছে বিভিন্ন এলাকায়।ঝাড়গ্রাম জেলাকে লাল সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু উড়িষ্যার একাংশ ঝাড়গ্রাম সীমান্তের সাথে মিশেছে । তাই চিন্তা বাড়ছে ঝাড়গ্রামের সাধারণ মানুষের। আগামী দুদিন অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে ঝাড়গ্রামে।
এই দুর্যোগের ফলে চিন্তায় ঝাড়গ্রাম জেলার কৃষকেরা । পাকা ধান বাড়িতে তোলার প্রক্রিয়া অনেকেই শুরু করেছেন অনেকেই । তা সত্বেও বিঘের পর বিঘে ধান মাঠেই নষ্ট হবে বলে আশঙ্কা। সবমিলিয়ে ঘূর্ণিঝড়ের এই দাপট কতটা ঝাড়গ্রামে প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে জেলার মানুষ।