
নিজস্ব প্রতিনিধিঃ ২০১৮ সালে দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবারের এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং CIDর এডিজির বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত দাঁড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিলেও ১০ মাস কেটে যাওয়ার পরেও কার্যকর হয়নি। NIA র হাতে নথি এবং পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তাঁর নির্দেশ পালন না হওয়ায় আদালত অবমাননার রুল জারি করেন কলকাতা হাইকোর্টর বিচারপতি রাজাশেখর মান্থা। গত বছরে মে মাসে এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। আগামী ৫ই এপ্রিল তাঁদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের। আদালতে হাজিরা দিয়ে আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি কেন বলতে হবে বলেও নির্দেশ বিচারপতির।