
শেখ এরশাদ, কলকাতাঃ সন্তানের বয়স মাত্র ২১ দিন। আর ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠল তাঁর জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। না কোনও প্রত্যন্ত এলাকার খবর নয়। ঘটনাটি ঘটেছে খাস কলকাতা শহরের বুকে। আনন্দপুর থানা এলাকার ঘটনা।
অভিযোগ ৪ লক্ষ টাকার বিনিময়ে নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেন মা। মঙ্গলবার অভিযুক্ত মা-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বেহালা পর্ণশ্রীর থেকে শিশু কন্যাটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, আনন্দপুরের নোনাডাঙার বাসিন্দা রুপালি মণ্ডল তিনজন শিশুকে নিয়ে একটি বাড়িতে একাই থাকতেন। কিন্তু কয়েক দিন ধরেই তাঁর ২১ দিনের কন্যাসন্তানকে দেখতে পাওয়া যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। প্রতিবেশীরা রুপালিকে জিজ্ঞাসা করে কোনও সদুত্তর পাননি। বাচ্চাটি নিখোঁজ তা জানিয়ে রুপালি নিজেই পুলিশের দ্বারস্থ হয়। তদন্ত শুরু করে পুলিশ। রুপালিকে জিজ্ঞাসাবাদ করার সময়, অসংলগ্ন জবাবে পুলিশের সন্দেহ হয়। একটু চাপ দিতেই রুপালির মুখ থেকে বেরিয়ে আসে আসল কথা। জানা যায়, পাটুলির রূপা দাস নামে এক মহিলার কাছে ৫০ হাজার টাকায় মেয়েকে বিক্রি করেছে “মা”রুপালি মণ্ডল।
রূপা দাসের খোঁজ করতে গিয়ে একে একে তিনজন দালালের খোঁজ পায় পুলিশ। স্বপ্না সর্দার, পূর্ণিমা কুণ্ডু, লালতি দে নামে তিনজনের কাছে হাতবদল হয়ে শেষমেশ ৪ লক্ষ টাকায় বিক্রি হয়েছে ২১ দিনের শিশুটি। নবজাতককে ৪ লক্ষ টাকায় কিনেছে পর্ণশ্রী থানা এলাকার কল্যাণী গুহ নামে মহিলা। তাঁর কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
কিন্তু কেন রুপালি সন্তানকে বিক্রি করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। টাকার লোভেই শিশুটিকে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। আবার এর পেছনে কোনও চক্র আছে কিনা তারও খোঁজ করছে পুলিশ।