
বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনাঃ একই পরিবারের একসঙ্গে ৩ জনের অত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার লস্করপুরে। জানা গেছে, নিজের বাড়িতেই স্বামী, স্ত্রী ও মেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চ করে। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
সুত্রের খবর, দীপক রায় ঘর জামাই হিসাবে থাকতেন,তিনি পেশায় ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে ছিলেন তিনি। মেয়ের পড়াশোনার খরচও চালাতে পারছিলেন না তিনি। বৃহস্পতিবার তার শালির বাড়িতে আসার কথা ছিল। তিনি এসেই তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে যাওয়ার পথেই দীপক বাবুর স্ত্রী মারা যান এবং রাতে প্রথমে দীপক বাবু ও পরে মেয়ে মারা যায়।
পুলিশ উদ্ধার হওয়া সুইসাইড নোটে দেবু নামের একজনের উল্লেখ পান। তিনি এলাকার দালাল। তার নামেই টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছে মৃতের পরিবারের সদস্যরা। মৃত দীপক রায়, জলি রায় ও তাদের একমাত্র মেয়ে দিশারী রায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।