
শান্তনু পান, ঘাটাল:যেমন কথা, ঠিক তেমনই কাজ! তৃতীয়বার সাংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিন ঘাটালের দুইবারের সাংসদ তথা অভিনেতা দেব কথা দিয়েছিলেন, এইবার তিনি ভোটে জিতুন বা না জিতুন, যতগুলি ভোট পাবেন ততগুলি বৃক্ষরোপণ করবেন। সেই কথা মতই তৃতীয়বার ভোটে জয়লাভ করার পর ঘাটাল লোকসভা জুড়ে ৯ ই জুন রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন তিনি। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ৮,৪১,১৯৫ টি ভোট পেয়েছেন অভিনেতা সাংসদ দেব। এবার নিজের কথামতো, গাছ লাগানোর কর্মসূচির তোড়জোড় শুরু করলেন দেব। ইতিমধ্যে তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় রবিবার ২ লাখ গাছ লাগানোর কাজ শুরু করলেন । মোট ১০ টি নার্সারিতে ২ লাখ গাছের চারা অর্ডার দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই গাছ লাগানোর কাজ শুরু হলো। সবং, ডেবরা, পিংলা, কেশপুর, ঘাটাল, দাশপুর ও পশ্চিম পাঁশকুড়া এই সাত বিধানসভাতেই রবিবার গাছ লাগালেন দেব। ‘আকাশবনি, শাল, সেগুন, শিশু, আম, জাম ও কাঠাল ইত্যাদি গাছ লাগানো হলো।এই ভাবেই সারাদিন ধরে ছুটির দিনে জেলা, ব্লক ও অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়ে সবুজায়ানে ব্যস্ত থাকলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী।