
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : পঞ্চম দফায় ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে. এই কেন্দ্রে এবার লড়াই হাড্ডাহাড্ডি. তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির অর্জুন সিং. তাঁদের টক্কর দিতে বামেদের বাজি দেবদূত ঘোষ. প্রচারপর্বে একে অপরকে জোর টক্কর দিচ্ছেন প্রার্থীরা. বুধবার দেবদূতের সমর্থনে জনসভার আয়োজন করেছিল বাম নেতৃত্ব. উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা গৌতম দেব, তড়িৎ বরণ তোপদার, সহ সিপিআইএমের অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন বাদশা মৈত্রও. এদিন হুডখোলা জিপে চেপে পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ সারলেন দেবদূত. বাম প্রার্থীর প্রচারে কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো.
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে কড়া নিশানা করেন বাদশা মৈত্র. তাঁর প্রশ্ন, ‘সরকারের পরীক্ষায় ক্রুটি ছিল. এই সরকার কোন মুখে বলছে, তারা যোগ্য প্রার্থীদের পাশে আছে?’