
নিজস্ব প্রতিনিধি : বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় ডেবরা থানা ও জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
জেলের সিসিটিভি ফুটেজও সংরক্ষন করার নির্দেশ দিয়েছে আদালত।এসএসকেএম হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করতে হবে। ভিডিওগ্রাফি করতে হবে। – নির্দেশ আদালতের
সমস্ত প্রক্রিয়ার শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ আদালতের।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করবেন।
পরবর্তী শুনানি ২৬ জুন।