
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী দেবরাজ বর্মনকে বুধবার সাত সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানে বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় শ্রমিকদের মধ্যে নিবিড় প্রচার করতে দেখা গেলো। উল্লেখ্য, এক সময় উত্তরের এই চা বলয়ে একচ্ছত্র আধিপত্য ছিল সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলোর। সময়ের সঙ্গে একদিকে যেমন নানান প্রতিকূলতার কারণে চা শিল্পে নেমে এসেছে দুর্দশার ছায়া, সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতা থেকে দূরে থাকায় শ্রমিকদের মজুরি সহ অন্যান্য দাবী প্রদানে বিঘ্ন ঘটায় সামান্য হলেও দুর্বল হয়েছে সংগঠন, তবে এবারে যেন নিজেদের হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারের যুদ্ধে প্রথম থেকেই ময়দানে নেমেছে লাল ফৌজ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবরাজ বর্মন বলেন, চা শ্রমিকেরা যদি বামেদের জয়ী করে সংসদে পাঠান, তাহলে তাঁদের যে বিভিন্ন দাবি রয়েছে তা তাঁরা দিল্লির বুকে তুলে ধরবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন.