
ওঙ্কার ডেস্ক: বড়দিন আসতে আর এক রাতের অপেক্ষা। তার আগেই সাজো সাজো রব হুগলীর ঐতিহাসিক ব্যান্ডেল ব্যাসিলিকায়, যা দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি নামেও পরিচিত। পৃথিবীতে ৮০ টি ব্যাসিলিকা আছে যার মধ্যে অন্যতম এটি। শীতের মিষ্টি আমেজ ও এই উৎসবের আবহে আট থেকে আশি সকলে ভিড় জমিয়েছে এই গির্জায়। বড়দিনের আগে ব্যাসিলিকা সেজে উঠেছে আলোকসজ্জায়। প্রভু যিশুর জন্মের প্রতীক হিসেবে চার্চের বাইরে নির্মাণ করা হয়েছে গোশালা, যেখানে যিশুর জীবনের নানান মুহূর্ত কল্পনাতীত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চার্চের আশেপাশে ইতিমধ্যেই বসেছে বড়দিনের বাজার। বড়দিন উপলক্ষে প্রথম প্রার্থনা শুরু হবে ২৪ ডিসেম্বর মধ্যরাতে যা মূলত ‘মিডনাইট মাস’ নামেও পরিচিত। এই বিশেষ প্রার্থনায় শুধুমাত্র ব্যাসিলিকার সদস্যরাই অংশ নিতে পারবেন।তবে ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি চার্চের ভেতরে প্রবেশাধিকার বন্ধ থাকে সাধারণ মানুষদের জন্য। উৎসবের আনন্দে মেতে উঠেছে সকলেই। ইতিমধ্যেই বাড়তে শুরু কয়েছে ভিড়। উৎসব উপলক্ষে যাতে জনসমাগম সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করা তাই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বড়দিনের রাতের ভিড় ও সৌন্দর্য থাকে চোখে পরার মত।