
দিল্লীর ধাঁচে আন্দোলন সুকান্ত চট্টোপাধ্যায়,মিনাখাঁ: দিল্লিতে তৃণমূলের আন্দোলনের ঝাঁঝ ছড়ালো বাসন্তী হাইওয়েতেও । বকেয়া টাকার দাবিতে সোমবারের পর মঙ্গলবারও দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। একইরকম ভাবে কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়েতে বকেয়া টাকার দাবিতে পথে নামে স্থানীয় তৃনমূল নেতৃত্ব । মঙ্গলবার বসিরহাট মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাসন্তী হাইওয়েতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ১০০ দিনের বকেয়া টাকা সহ একাধিক দাবিতে বাসন্তী হাইওয়েতে মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়।এই মিছিলে হাতে প্লাকার্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয় মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এই মিছিলে উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা।