
প্রশান্ত দাস, মালদা : দেবের কপ্টারে আগুন. শুক্রবার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন দেব. এরপর মুর্শিদাবাদের উদ্দেশ্যে যখন তাঁর কপ্টার রওনা দেয়, তখন মাঝ আকাশেই বিপত্তি ঘটে. আগুন লেগে যায় তাঁর কপ্টারে. এরপর তড়িঘড়ি মালদা হেলিপ্যাডে জরুরী অবতরণ করানো হয় কপ্টারের. স্বস্তির খবর, সুস্থ রয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী. ইতিমধ্যেই সড়কপথে তিনি রওনা দিয়েছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে. সংবাদমাধ্যমকে দেব জানান, ‘মৃত্যুকে কাছ থেকে দেখলাম. বাবা- মায়ের আশীর্বাদে আমি ঠিক আছি’. যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. পূর্ব বর্ধমানের জনসভা থেকে তিনি জানান, দেবের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর. দেব জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন