
ঢাকুরিয়ায় রেললাইনের ধারে ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই ১৫ ২০টি ঘর। তার জেরে বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ঢাকুরিয়া রেল গেটের কাছে ঝুপড়িতে আগুন লাগে। স্থানীয়েরা দাবি করেছেন, আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।