
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্য আন্দোলনের স্মরণে বৃহস্পতিবার ধর্মতলা সমাবেশের ডাক দিয়েছিল বামফ্রন্ট। এদিন বেকারত্ব, মূল্য বৃদ্ধি, দরিদ্র, টাকার দামের পতন, বৈষম্যের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে সরব হয় বামফ্রন্ট নেতৃত্ব। এদিনের সভায় মূল বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন “আমার আপনার ঘরে আলো, পাখা জ্বলবে না। জ্বালানির জন্য লড়াই করতে হবে”। কালো টাকার কথা ও শোনা যায় তার মুখে। মোহাম্মদ সেলিমের মতে ” “দক্ষিণপন্থীরা” এমন ভাবে ফিন্যান্স এর ব্যবহার করছে যাতে ফুট বা পুরো খাদ্যের অধিকারই তাদের হাতে চলে যায়”। তাৎপর্যপূর্ণভাবে একদিকে আজ বামপন্থীদের এই সমাবেশে তারা যখনই আক্রমণ শানাচ্ছে তখনই অন্যদিকে মুম্বাইয়ের বৈঠকে বসেছে বিরোধী জোট ইন্ডিয়া। সম্ভবত এই বৈঠক থেকেই সামনে আসতে পারে তাদের লোগো। ১৯৫৯ সালে বামেদের নেতৃত্বে খাদ্য আন্দোলন হয়। ৮০ জনের বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল সেই সময়। খাদ্য আন্দোলনের স্মরণে প্রতিবছর সমাবেশের আয়োজন করে বামফ্রন্ট। এদিন হাওড়া শিয়ালদা থেকে শহরের পাঁচটি জায়গা থেকে মিছিল এসে পৌঁছায় ধর্মতলায়।