
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা : ফের শিক্ষকদের আন্দোলনে তুলকালাম হল ধর্মতলা চত্তর। অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার ময়দান চত্তরে জমা হয়েছিলেন এসএলএসটি শিক্ষকরা। উদ্দেশ্য ছিল কালীঘাট অভিযানের। তার আগেই খণ্ড যুদ্ধ বেধে যায় পুলিশের সঙ্গে। বিক্ষোভকারী শিক্ষকদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলে পুলিশ।
গতবছর ২৭ ডিসেম্বর পথে নেমেছিলেন এসএলএসটির শিক্ষকরা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্য অযোগ্য বাছার দাবিতে তাঁরা ধর্মতলার ওয়াই চ্যানেলে লাগাতার ধর্ণায় বসেন। সরকারের কাছে স্মারকলিপিও জমা দেন। কিন্তু তার কোনো কিনারা না হওয়ায় এদিন তারা ফের জড়ো হন ময়দান চত্তরে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি সমস্যা দূর করতে এক টেবিলে বসুক শিক্ষা দফতর, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। যাঁরা অবৈধ ভাবে চাকরি পেয়েছেন তাঁদের সঠিক ভাবে তালিকাটা মেলানো হোক। ১০ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টকে শুনানি, ওখানে এই তালিকা জমা দিক রাজ্য সরকার এটাই তাঁদের দাবি। তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে এটা বলতে আমরা কালীঘাট যেতে চেয়েছিলাম। কিন্তু তা করতে দেওয়া হল না। সরকার চাইছে অযোগ্যদের বাঁচাতে। তিনি বলেন, সিবি আইয়ের ফাইনাল চার্জশিট অনুযায়ী, ১৫,৪০৩ জন বৈধ শিক্ষক, অন্যদিকে ১৮০ জন অবৈধ। কেন তালিকা মেলাতে চাইছে না সরকার। আমরা তো সর্বনাশের গন্ধ পাচ্ছি।