
তিতাস বসু , ওঙ্কার বাংলা: অসুস্থ ধর্মেন্দ্র, মঙ্গলবার এই খবরে তোলপাড় হয় নেটমাধ্যম। উদ্বিগ্ন হয়ে পড়েন অসংখ্য ফ্যানেরা। এমনও খবর রটে যায় যে বছর ৮৭-এর এই অসুস্থ অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিদেশে। পরবর্তীতে জানা যায় খবরটি সম্পূর্ণই ভুয়ো। অসুস্থ নন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা। ছুটি কাটাতে তিনি বিদেশে গিয়েছেন। ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ভুয়ো বলে জানিয়েছেন অভিনেত্রী হেমা মালিনীও। মার্কিন মুলুকে বেড়ানোর পাশাপাশি অভিনেতার রুটিন হেলথ চেকআপ হবে বলেও জানিয়েছেন অভিনেত্রী হেমা মালিনী ।
প্রসঙ্গত দিন কয়েক আগেই ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা গিয়েছে বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে। হঠাৎই অভিনেতার অসুস্থতার খবর জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সকলে। সানি দেওল, হেমা মালিনী এই খবর ভুয়ো বলে জানানোর পর স্বস্তি পান বলিউডের সিনেপ্রেমীরা।