
ত্রয়ণ চক্রবর্ত্তী, কলকাতাঃ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হলেন ঈশ্বরচন্দ্র রায়। জোট করেই এখানে লড়াই চায় বামেরা। সাগরদিঘী উপনির্বাচনে বাম-কং এক হয়ে একমাত্র জোটপ্রার্থীকে বিধানসভায় পাঠিয়েছিল। যদি জিতে তৃনমুলে ভিড়ে যান বাইরেন বিশ্বাস। তবে বাম-কংগ্রেস নেতৃত্বের মূল্যায়ন মানুষ তৃনমুল-বিজেপির বিরুদ্ধে জোটকে গ্রহন করছে।
এবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও একই মডেলে এগানেও পরিকল্পনা তাদের। ধূপগুড়ি আসন দীর্ঘদিন সিপিএমের দখলে ছিল। ২০১৬ তে প্রথম সেখানে ঘাসফুল ফোটে। কিন্তু গত ২০২১ বিধানসভা নির্বাচন সেখানে জেতেন বিজেপি প্রার্থী। কিন্তু তাঁর মৃত্যুতে সেখানে হবে উপনির্বাচন।
প্রসঙ্গত সিপিএম প্রার্থী ঈশ্বর রায়। রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তিনি সিপিএমের ছাত্র-যুব সংগঠন থেকে উঠে এসেছেন। পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতির ওপর তাঁর কাজ রয়েছে। উল্লেখ্য ধূপগুড়িতে রাজবংশী ভোট ফ্যাক্টর।
সুত্রের খবর শুক্রবার বামফ্রন্টের বৈঠকে সেখানে প্রার্থী স্হির করার পাশাপাশি ফ্রন্ট শরিকদের সঙ্গে কং ও আইএসএফকে তাদের প্রার্থীকে সমর্থনে বিষয় নিয়ে আলোচনা করে সিপিএম। কংগ্রেস নেতৃত্ব অবশ্য ধূপগুড়িতে সিপিএম প্রার্থীকে সমর্থনে কোনও আপত্তি নেই বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছে। কিন্তু প্রশ্ন হল,বাম কর্মী সমর্থকদের অভিযোগ ২০১৬ নির্বাচন থেকেই বামেদের ভোট কংগ্রেসের পক্ষে গেলেও কংগ্রেসের ভোটের বেশিরভাগই বামেদের ঝুলিতে আসে নি,এবার একই ঘটনার পুনরাবৃত্ত হবে না তো? প্রশ্ন থাকছেই।