
গোপাল শীল, দঃ ২৪ পরগনা : ডায়মন্ড হারবার এর প্রিন্সিপাল তথা ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই কারণেই সকাল থেকে 12 দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচির সূচনা করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সহ স্থায়ী অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে মাতা ও শিশু প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে।এই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রিন্সিপাল, ডায়মন্ডহারবার প্রিন্সিপালের বিরুদ্ধে উঠেছে থ্রেট কালচারের মতো মারাত্মক অভিযোগও। এই অভিযোগের ভিত্তিতে সোমবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এমবিবিএস পাঠরত স্টুডেন্ট, বিএসসি নার্সিং স্টুডেন্ট, জুনিয়র ডাক্তার, স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সৌমজিৎ বণিক জানান তাদের দাবী মানতে হবে ভবিষ্যতে যেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আর জি কর না হয়ে যায়।
দফা দাবি সদুত্তরের দাবিতে একাডেমিক বিল্ডিং এর মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। যতক্ষণ পর্যন্ত না কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক উত্তর পাবেন আগামী দিন দুর্নীতিমুক্তের আশ্বাস পাবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।