
শান্তুনু পান,পূর্ব মেদিনীপুর: বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে। দিঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর বাজকুল এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ট্রাক ও মেশিন ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু দুই ব্যক্তির। আহত মেশিন ভ্যানের আরো দুই যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেশিন ভ্যানটি দিঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল। সেই সময়ই বাজকুল এলাকায় জাতীয় সড়কের উপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় ওই মেশিন ভ্যানের। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত দুই ব্যক্তিকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবারুদ্ধ হয় যান চলাচল।