
প্রদীপ কুমার মাইতি, দীঘা : পর্যটন কেন্দ্র হিসেবে সৈকত শহর গুলি পর্যটকরা বেশি পছন্দ করেন.. কিন্তু দিনের পর দিন এই সৈকত শহরগুলি মধুচক্রের কেন্দ্র হিসেবে পরিণত হচ্ছে।মধুচক্রের আসর বসছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা বর্ডার এলাকায়। সেই মধুচক্রের আসরেই হানা দিয়ে তিন মহিলাকে গ্রেফতার করল পুলিশ… শুধু মহিলা নয় তার সাথে গ্রেপ্তার করা হয়েছে মধুচক্র চালানোর মূল পান্ডা এবং তার সহযোগী কেও।
দিন কয়েক আগে মন্দারমনি এবং দীঘা মোহনা এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে. তারপর ফের এই ঘটনা। সোমবার ধৃতদের পেশ করা হয় কাঁথি মহাকুমা আদালতে. দিনের পর দিন সৈকত শহর গুলিতে মধুচক্রের আসর বসায় চিন্তায় পড়েছে প্রশাসন।