
গোপাল শীল,দক্ষিণ চব্বিশ পরগনা:দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রামগোপালপুরে এই প্রথম ডিজিট্যাল স্কুল উদ্বোধন করা হলো । রবিবার জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তলনের মাধ্যমে এই ডিজিট্যাল স্কুলের শুভ উদ্বোধন করা হয়। স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি দুস্থদের বস্ত্র, ছাত্র-ছাত্রীদের বই খাতা কলম প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল সত্যেশ্বর মাইতি ও সম্পাদক মানস সাউটিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্কুলের উদ্বোধন করেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যেশ্বর মাইতি। স্কুলের নাম দেওয়া হয়েছে “ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড মডার্ন একাডেমী স্কুল।রাউন্ড টেবিল ইন্ডিয়া এন্ড লেডিস সার্কেল ইন্ডিয়ার সহযোগিতায় রামগোপালপুরে এই প্রথম গড়ে উঠেছে ডিজিটাল স্কুল। ইতিমধ্যে স্কুলের পরিবেশ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে স্কুলের চারিদিকে গাছ লাগানো সহ নানান প্রস্তুতি শুরু হয়েছে।স্কুলের পাশেই ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি হচ্ছে পার্ক। স্কুলের সম্পাদক মানস সাউটিয়া বলেন ডিজিট্যাল মেশিনের দ্বারা ছাত্র-ছাত্রীদের অ্যাটেনডেন্স এর ব্যবস্থা করা হয়েছে। এই ডিজিটাল মেশিনের সাহায্যে ছাত্র-ছাত্রীরা স্কুল শেষে স্কুল কটায় বেরিয়েছে সেই মেসেজ ও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। এই স্কুলে ছেলেমেয়েদের পড়াতে পারবে ভেবে আনন্দিত এলাকার মানুষজন।