
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর:
বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে ইডি সিবিআইয়ের কাজে বাধা দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে অমৃত ভারত প্রকল্পের বিশেষ কর্মসূচিতে যোগ দিয়ে মন্তব্য বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।এদিন সিবিআই ও ইডির তদন্ত প্রসঙ্গে দিলীপ বলেন ইডি সিবিআই যাতে দোষীদের সাজা দিতে না পারে সেজন্য রাজ্য সরকার একাধিক সংস্থাকে কাজে লাগাচ্ছে, কখনো আবার মামলাও করে দেওয়া হচ্ছে। পাশাপাশি লিপস্ অ্যান্ড বাউন্সের কেসে টলিউড যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা উচিত এবং এর জন্য বিভিন্ন সংস্থাকে তলব করা উচিত বলে দাবি করেন দিলীপ।
এছাডাও ঝলদা পৌরসভার পুরপ্রধান পূর্ণিমা কান্দি ইস্তফা দেওয়ার ঘটনায় রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের জন্য রাজ্য সরকার কে দায়ী করে দিলীপ বলেন ৬০-৬৫ টি প্রকল্প রয়েছে যেগুলি জমির জন্য আটকে আছে। শুধুমাত্র রেল প্রকল্পতেই নয় এমনকি জাতীয় সড়ক তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকার জমি দিতে না পারায় টাকা বরাদ্দ হওয়া সত্বেও কাজ শুরু হয়নি।