
সায়ন মাইতি পশ্চিমমেদিনীপুর:”বাংলায় কুস্তি ,দিল্লিতে দোস্তি আর ব্যাঙ্গালোরে মস্তি” ব্যাঙ্গালোরে শুরু হওয়া বিরোধীদের বৈঠক কে কটাক্ষ করে মন্তব্য দিলীপ ঘোষের ।উল্লেখ্য বর্তমানে দলীয় কাজে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।মঙ্গলবার তিনি চায়ে পে চর্চা তে যোগ দেন। সেখানেই তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন।
কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজেপি বিরোধী দলের বৈঠক প্রসঙ্গে বলেন এটা হল বাংলায় কুস্তি, দিল্লীতে দোস্তি, আর বেঙ্গালুরুতে মস্তি। প্রত্যেক নির্বাচনের আগে এইরকম জোটের বৈঠক হয়। । এরা সবাই পরিবারকেন্দ্রিক দল। লোককে এতদিন ধরে লুট করেছে , সবাই দূর্নীতিগ্রস্ত নেতা, সবার বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত চলছে।
অভিষেক বন্দোপাধ্যায় এর আদালত অবমাননা প্রসঙ্গে দিলীপের সাফ কথা তৃনমূল আইন মানেনা, সংবিধান মানেনা। রাহুল গান্ধীর যেমন সাংসদ পদ খারিজ হয়েছে, সেই রকমই হওয়া উচিত অভিষেকের ক্ষেত্রেও।
পাশপাশি পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে দিলীপ বলেন পশ্চিম বাংলায় লোকতন্ত্র ধ্বংস হয়েছে। এখানে আমাদের মহিলা টিম আসবে কেন্দ্রীয় সভাপতির নির্দেশে। ওনারা সব জায়গায় যাবেন ঘটনার তদন্ত করতে।এবং আমরা মানবাধিকার কমিশন,এস সি,এস টি কমিশন সহ সব জায়গায় অভিযোগ জানাবো।