
শুভজিৎ পুততুন্ড ,নিউটাউন:
মোদীর ভারতের সঙ্গে ,বিরোধীদের ইন্ডিয়ার লড়াই হবে ।জিতবে মোদীর ভারত।বিরোধীদের “ইন্ডিয়া ” জোট কে এই ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।বুধবার নিউটাউনে প্রাতভ্রমণে এসে বিরোধী জোটের পাশাপাশি রাজ্য সরকারকে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।বিরোধী দলের তোলা স্লোগান ইন্ডিয়ার সঙ্গে মোদীর লড়াইকে কটাক্ষ করে বলেন এটা মোদীর সঙ্গে ইন্ডিয়ার লড়াই নয়।ভারতের সঙ্গে ইন্ডিয়ার লড়াই। ইন্ডিয়ার সঙ্গে বিদেশি ভাবাদর্শ মিশে আছে।ভারতের সঙ্গে মোদীর নাম জড়িয়ে আছে।দেশ তার নিজের আদর্শে এগোচ্ছে,তাই মোদীর জয় হবে।
মনিপুরে তৃনমূলের দল পাঠানো নিয়ে দিলীপ কটাক্ষ করে বলেন,রাজ্যে এতো হিংসা কত লোক মারা গেল ।উনি কারুর বাড়ী যাননি ।এখন মনিপুরে দল পাঠিয়ে নাটক করছেন।
ভাঙড়ের অশান্ত পরিবেশ নিয়ে বলেন ,মমতা ব্যানার্জি শান্তি চাননা,শান্তি ফিরছে না।ওখানকার প্রতিনিধি কে ঢুকতে দেওয়া হচ্ছেনা শান্তি ফিরবে কি ভাবে।পাশাপাশি জ্যাংড়ায় ভোট বয়কটের পরেও ৯৫ শতাংশ ভোট পড়া নিয়ে দিলীপের দাবি সকাল ৬ টা থেকে স্থানীয় বিধায়ক গুন্ডা দিয়ে রাস্তা ঘিরেরেখেছিল,ভোটার ঢুকতে পারেনি। শুধু ছাপ্পা ভোট পড়েছে।