
নিজস্ব প্রতিনিধি,খড়গপুর: ” ইন্ডিয়া নয় দেশের নাম শুধু ভারত রাখা হবে ,যাদের ভারত নাম পছন্দ নয় তারা দেশ ছেড়ে চলে যেতে পারেন ” ইন্ডিয়া ও ভারত বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের।প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই দেশের নাম বদল নিয়ে সরগরম জাতীয় রাজনীতি।এবং জি ২০ বৈঠকেও কেন্দ্র সরকার ইন্ডিয়ার বদলে ভারত নাম ব্যবহার করেছে।এই ঘটনার সমালোচনা ও করেছে তৃনমূল সহ বিরোধীরা।রবিবার খড়গপুরে দলীয় কার্যক্রমে এসে এই নিয়ে দিলীপ তোপ দাগেন বিরোধীদের।তিনি বলেন যাদের ভারত নাম পছন্দ নয় তারা দেশ ছেড়ে চলে যান।ইন্ডিয়া নয় দেশের নাম ভারত ই রাখা হবে।
পাশাপাশি তিনি আরো বলেন যে আমরা ক্ষমতায় এলে কলকাতার রাস্তায় যে ব্রিটিশ আমলের মূর্তি আছে সেগুলো উপড়ে ফেলবো।রাস্তায় কোন গোলামীর চিহ্ন থাবেনা।সব মূর্তি মিউজিয়ামে রেখে দেওয়া হবে।
দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার মন্তব্যের সমালোচনা করেছে তৃনমূল সহ একাধিক বাম নেতা।