
ওঙ্কার ডেস্ক:বৃহস্পতিবার সকালে নিউটাউনে প্রাত ভ্রমণে রাজ্যে নতুন ডিজি ও মুখ্য সচিব নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও মমতা বন্দোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ।এই প্রসঙ্গে তিনি বলেন,আমরা চাই নতুন ডিজি ও মুখ্য সচিব ভালো ভাবে কাজ করুন। মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারেন।কিন্তু রাজ্য জুড়ে মমতা বন্দোপাধ্যায় যেভাবে স্বৈরতন্ত্র চালাচ্ছেন ,তাতে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না। “এছাড়াও তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করলে পরোক্ষ জোটে কংগ্রেসের সঙ্গে থাকবে না “মহম্মদ সেলিমের এই মন্তব্য সম্পর্কে দিলীপ বলেন এই সব কথা বলে উনি মানুষকে বিভ্রান্ত করছেন। ওনারা আগে ঠিক করুন জোট হবে কিনা। হলে কে কটা সিট পাবে।আর ব্যারাকপুরে অর্জুন-সোমনাথ তরজা নিয়ে দিলীপ বলেন ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না? যখন অর্জুন তৃণমূলে ছিল তখনও পুলিশের তৃণমূলের কর্মীদের সঙ্গে ঝামেলা ছিল। উনি ফিরে যাওয়ার পরেও একই জিনিস চলেছে। এর কোন সমাধান নেই। এটাই তৃণমূলের রাজনীতি।”পাশাপাশি আমাদের দলে কেউ উপরে উঠতে চাইলে তাকে পা ধরে নিচে নামানো হয়” বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই মন্তব্য সম্পর্কে বলেন ,জানিনা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়।