
ওঙ্কার ডেস্ক:”অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের রাহুল গান্ধীর চেয়েও ভালো নেতা “। না এই চাঞ্চল্যকর মন্তব্য কোন তৃনমূল নেতার নয়।এই মন্তব্য করেছেন বাংলার হেভিওয়েট বিজেপি নেতা দিলীপ ঘোষ।
একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি। রাহুল গান্ধীর চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বেশি বুদ্ধিদীপ্ত।”
আগাগোড়া তৃণমূল বিরোধী ,স্পষ্ট এবং আক্রমণাত্মক বক্তা হিসেবে পরিচিত দিলীপ ঘোষের মুখে এমন কথা শোনার পর বাংলার রাজনীতিতে শোরগোল পড়ে গেছে । শুরু হয়ে রাজনৈতিক তরজা।এবার তাহলে কি ফুল বদলাতে চলেছেন বিজেপির এই প্রবীণ নেতা।সেই চর্চায় এখন রাজনৈতিক মহলে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মন্তব্য এটি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হতে পারেদিলীপ ঘোষের।এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফুল বদল করার নজির রয়েছে । আর তাই অনেকেই দিলীপের এই বক্তব্য কে নতুন রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন।
তবে দিলীপ ঘোষ ঠিক কী কারণে এই মন্তব্য করলেন, তা নিয়ে অন্য একটি ব্যাখ্যা ও উঠে আসছে। একাংশের মতে, এটি নিছকই রাজনৈতিক সৌজন্য।
সম্ভাবনা যাই হোকনা কেন দিলীপ ঘোষের এই মন্তব্যে বিজেপি নেতৃত্বের মধ্যে অস্বস্তি ক্রমশই বাড়াচ্ছে ।
তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ও অবশ্য এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।