
প্রতীতি ঘোষ, দমদম : ১লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন. তাই শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে বুধবার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের হয়ে প্রচারে আসেন বিজেপির বিদায়ী সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী দিলীপ ঘোষ. সঙ্গে ছিলেন অর্জুন সিংও। এদিন শীলভদ্র দত্তের সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হয় সেখানে অংশ নেন দিলীপ। এদিন পানিহাটির জল সমস্যা নিয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত ঘূর্ণিঝড় রেমালের জেরে প্রবল বৃষ্টিপাতে জল জমেছিল দমদমের ওলিতে গলিতে. সেই সময় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বাঁশ হাতে জমা জল বের করার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার সেই বিষয়ে সৌগতকে কটাক্ষ করে প্রচারের গাড়ি থেকেই দিলীপ বলেন, “বৃষ্টি এলেই সৌগত রায় বাঁশ হাতে বেরিয়ে পড়েন. সারা বছর তাহলে কী কাজ করেন ? এই চোরেদের রাজনীতি বদলাতে হবে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেন, ‘বাংলা এখন মোদীময়. বাংলার মানুষ মোদীকেই চান’.