
সুকান্ত মজুমদার,বসিরহাটঃ দিলীপ ঘোষ আছেন নিজস্ব মুডেই। এদিন সাত সকালে তাঁকে দেখা গেল পিকনিকের মেজাজে মৎস্য শিকারে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের গোবিন্দপুর গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বরশি, ছিপ নিয়ে মাছ ধরতে দেখা গেল বিজিপি নেতা দিলীপ ঘোষকে। ধরলেন কাতলা, ভেটকি, গলদা চিংড়িও। তবে ভোট প্রসঙ্গে অভিমানি দিলীপ ঘোষ উগরে দিলেন তাঁর ক্ষোভ। বললেন বিপর্যয় এলে পুনর্মূল্যায়ন করতে হয়, পিছনের দিকে তাকাতে হয়। তবে দিলীপ বাবু আশাবাদী এনডিএ জোট সঙ্গীদের নিয়ে ভালই সরকার চালাবেন মোদী।