
রাজ মোহন ঝাঁ, নিউটাউনঃ রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত একের পর এক তৃনমূল নেতা খুন। আমডাঙ্গা,জয়নগর সহ একাধিক জায়গায় শাসক দলের হিংসার ছবিটা স্পষ্ট। এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক দাবি করলেন বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘প্রকাশ্যে পিটিয়ে মানুষ মারা হচ্ছে। কেউ বিরোধিতা করলে, তাঁকে রেয়াত করা হচ্ছে না। প্রশাসন কোথায়? আইনশৃঙ্খলা কোথায়? সরকার কোথায়? মুখ্যমন্ত্রী ২ মাস ধরে বাড়িতে বসে আছেন। তিনি চালাতে পারছেন না। অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। ভাইপোকে দিয়ে দিন। পদত্যাগ করুন।পুলিশ মন্ত্রী অন্য কাউকে করুন।পারবেন না,এটা প্রমাণ হয়ে গিয়েছে।’