
স্পোর্টস ডেস্ক :এবারে ই ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটন্স ম্যাচ দেখতে হাজির সদ্য বিবাহিত দিলীপ ঘোষ আর রিঙ্কু মজুমদার। দু-জনেই ম্যাচিং পোশাকে। দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। এই আইপিএল দিয়েই শুরু হল। আমি খেলা দেখতে ভালোবাসি। স্ত্রীকেও নিয়ে এসেছি।’ একসঙ্গে ইডেনে প্রথম। কেমন লাগছে? রিঙ্কু মজুমদার বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রথম বার ইডেনে এলাম।’ পাশ থেকে দিলীপ মজা করে বলেন, ‘ঝালমুড়ি খুব ভালো লেগেছে।’ আইপিএলের ম্যাচ দেখাতে নিয়ে এলেন, এই প্রসঙ্গে রিঙ্কু হেসে বলেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। খুবই ভালো লাগছে। সুইট জার্নি।’মুর্শিদাবাদের অশান্তি শিক্ষক আন্দোলন আর দিলীপ ইডেনে! দিলী পের জবাব,’দিলীপ ঘোষ মাঠে খেলা, আন্দোলন দুটোই করে। মুর্শিদাবাদে যেদিন ঘটনা ঘটে সেদিন আমি মালদহ থেকে ফিরছিলাম। পুলিশ আটকাল। ধুলিয়ান তখন জ্বলছে। আমি ৯টা ১৫ মিনিট নাগাদ রওনা দিয়ে রাত দেড়টায় কল্যাণী পৌঁছই। ফলে ঘটনার দিন ১১ তারিখ দিলীপ ঘোষ মুর্শিদাবাদেই ছিল। পরে বাকিরা গিয়েছেন।
দিলীপ ঘোষ লাঠি, বল, মশাল হাতে খেলে। ৪০ বছর ধরে করছে। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আন্দোলনেও আছে। দিলীপ ঘোষ যখন একা লড়েছিল তখন কে ছিল? বিজেপিকে লড়াইটা দিলীপ ঘোষই শিখিয়েছে। বিজেপিকে জিততে শিখিয়েছে। জেতার পর অনেক লোক এসেছে। আগে আসেনি।”