
প্রতীতি ঘোষ,ওঙ্কার বাংলা :
সংসদ ভবনে স্মোক বোম হামলার ঘটনার তদন্তের জন্য হালিশহরের নীলাক্ষর বাড়িতে গোয়েন্দা আধিকারিকরা। ।
উল্লেখ্য সংসদ ভবনে বোম হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে ললিত ঝার নাম উঠে এসেছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, হালিশহর জেটিয়া থানার নান্না রোড এলাকার বাসিন্দা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ রয়েছে ললিত ঝা-র। দিল্লী পুলিশ সুত্রে খবর নীলাক্ষ বিধাননগর গর্ভমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। নীলাক্ষ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে কলকাতার সেন্ট্রাল এভিনিউতে একটি ইভেন্টে গিয়ে ললিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। বুধবার বিকেলে হোয়াটস্যপে সংসদ ভবনে ধোঁয়া ছড়ানোর ভিডিও পাঠায় ললিত। ভিডিও পাঠিয়ে লিখেছিল জয় হিন্দ। ইতিমধ্যেই গোটা বিষয়ে তদারকি করতে হালিশহরে নীলাক্ষর বাড়িতে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পদস্থ আধিকারিক।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা এক আধিকারিক জানান, মূলত ললিতের সাথে নীলাক্ষর কি যোগসূত্র রয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে গোয়েন্দা বিভাগ ।