
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ:চারদিনের অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় । ইতিমধ্যেই
দক্ষিণ দিনাজপুরের টাঙ্গন ও পুনর্ভবা এবং আত্রেয়ী নদীর জল নীচু এলাকা গুলিতে ঢুকতে শুরু করেছে।বাড়িঘর জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষজন।তবে গ্রামবাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর দত্ত জানান, জেলার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে। দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।
টানা বৃষ্টির প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। সিরিয়ানি নদীর জলে প্লাবিত হয়েছে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের সাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচরা গ্রাম। গোটা গ্রাম। জলের তলায় রাস্তা , মাঠ ,পুকুর।জল ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান সমস্যা পড়েছে গ্রামবাসীরা। এবিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, বর্ষার কারণে গ্রামে জল ঢুকে পড়েছে। আমরা নজরে রাখছি। বেশি সমস্যা হলে গ্রামবাসীদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। পঞ্চায়েতের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এসবের মাঝেও বৃষ্টি থামার কোন লক্ষন নেই।এই ভাবে বৃষ্টি চলতে থাকলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছে প্রশাসন ও গ্রামবাসীরা