
সুনন্দা দত্ত, হুগলি : হাতে আর পাঁচ দিনও নেই. ২০ মে ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে. আর ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দীপ্সিতা ধর. গরমকে উপেক্ষা করেই বুধবার সকাল থেকে হুডখোলা গাড়িতে চেপে প্রচারে নেমে পড়েছেন তরুণ নেত্রী। এদিন দলীয় কর্মীদের নিয়ে ডানকুনি এরিয়া কমিটির দলীয় কার্যালয় থেকে শুরু করে তাঁতীপাড়া, মথুরডাঙ্গী মোনবেড়, রামকৃষ্ণবাটি এলাকায় প্রচার করেন তিনি।
প্রচার চলাকালীন দীপ্সিতা বলেন, ‘মানুষ বদল চান, আমাদের চান। চ্যালেঞ্জ একটাই, ওদের মানি পাওয়ার, মাসল পাওয়ার, গুন্ডা পাওয়ারের সাথে লড়াই করতে হবে। মানুষ আমাদের সঙ্গে আছেন’