
সুনন্দা দত্ত, হুগলি : হাতে আর মাত্র কটা দিন। ১৯-এ এপ্রিল থেকে শুরু লোকসভা ভোট। সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে তাই জোরকদমে প্রচার চালাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর। বুধবার হিন্দমোটর এলাকায় টোটোতে চেপে ভোট প্রচার সারলেন। এলাকার মানুষ তাঁকে ফুল মালা পরিয়ে স্বাগত জানালেন। এদিন দীপ্সিতার প্রচারে বাম কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, কদিন আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু অর্থাৎ বিজেপি প্রার্থীর অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেই অডিওয়ে শোনা যাচ্ছে কল্যাণ কবীরকে টাকা দিয়ে টিকিট নেওয়ার কথা বলছেন। এ প্রসঙ্গে দীপ্সিতার মুখে ফের একবার শোনা গেল সেটিং-তত্ত্ব। তিনি বলছেন, ‘তৃণমূল -বিজেপির মধ্যে লড়াইটা আসলে লোক দেখানো’।