
ওঙ্কার ডেস্ক:উমা আসছে বাপের বাড়ী । পিতৃপক্ষের অবসান করে সূচনা হয়েছে দেবীপক্ষের। চারিদিকে উৎসবের আমেজ। তবে এবারের উৎসব যেন আনন্দ নয় প্রতিবাদ ও বিদ্রোহের উৎসব।। তিলোত্তমার কথা ভোলেনি সাধারণ মানুষ। আগমনীর সুরেও ফিকে হয়নি বিচারের দাবি,মহালয়ার পবিত্র সকালে রাজ্যের বিভিন্ন এলাকায় করা হলো ভোর দখল ,কোথাও আবার তিলোত্তমার বিচার চেয়ে গণতর্পণ, করলেন সব শ্রেনীর মানুষ।সেই চিত্রই দেখা গেলো শহর কলকাতার পাশপাশি বাংলার বিভিন্ন জেলায়।
“রাত ও আমার দিনও আমার ভোর ও আমার এই স্লোগান “তুলে এদিন সকালে হাবড়া যশোর রোডে প্রতিবাদ পদযাত্রা করলেন মহিলারা,সঙ্গে ছিলেন পুরুষেরাও।
একই চিত্র দেখা গেলো শিলিগুড়িতে ও।একদিকে তারা যেমন হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিল করলেন। তারই সঙ্গে তিলোত্তমার আত্মার শান্তি কামনায় তর্পণ ও করলেন।
শুধু শিলিগুড়ি বা উত্তর চব্বিশ পরগনা নয়।মহালয়ার ভরে রাজ্যের জেলা গুলিতে এই চিত্রই দেখা গেল।একদিকে যেমন হলো ভোর দখল,তার সঙ্গে করা হলো তর্পণ ও।