
সুমিত কার্জি, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী জেলায থাকাকালীন এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ,উত্তাল আলিপুরদুয়ার।মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ার সফরে থাকাকালীন, জেলার দলসিংপাড়া এলাকায় এক ২২ বছরের যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে । অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবীতে বুধবার এশিয়ান হাইওয়ে অবরোধ করেন গ্রামবাসীরা।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, স্থানীয় বাবলু তেলি নামের এক যুবক পছন্দ করত নির্যাতিতাকে। সোমবার নির্যাতিতার পথ আটকে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় বাবলু তেলি। মঙ্গলবার দুপুর ১১ টা নাগাদ নির্যাতিতাকে মোবাইল ফিরিয়ে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায় ওই অভিযুক্ত। তারপরেই তাকে ধর্ষণ এবং খুন করা হয় । মঙ্গলবার দিনভর নিখোঁজ থাকার পর রাত বারোটা নাগাদ চা বাগানের ঝোপের মাঝে উদ্ধার হয় নির্যাতিতার দেহ।এরপরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা দলসিংপাড়া এলাকা ।অভিযুক্ত বাবলু তেলিকে গ্রেফতার করেছে জয়গাঁও থানার পুলিশ।