
সুরজিৎ দাস,নদীয়া: ফের বড় সাফল্য পেল হাঁসখালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি মহিলা এবং একজন বাংলাদেশি দালাল কে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে বেশ কয়েক মাস আগে ধৃত ওই বাংলাদেশি মহিলা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। ভারতে কয়েক মাস কাটাবার পর আবার সে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করেছিল ।কিন্তু পালানোর আগেই বুধবার তাকে গ্রেফতার করা হয়। আরও জানা গেছে ওই মহিলা ভারতের এক দালালের মারফত বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেকথা ধৃত দালাল নিজের মুখেই স্বীকার করেছে বলে জানা যায়। ধৃত বাংলাদেশি মহিলার নাম মাসুমা আক্তার, সে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। অপর দিকে ধৃত দালালের নাম শুধন বিশ্বাস, হাঁসখালি থানার বড় মুড়াগাছার বাসিন্দা সে।ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে রানাঘাট আদালতে তোলা হয়েছে।