
ওঙ্কার ডেস্ক: রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী ডাকব। অবৈধ নির্মাণ মামলার শুনানিতে মন্তব্যে বিচারপতি অমৃতা সিনহার। নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু এখনও পর্যন্ত পাঁচতলা ওই বাড়িটি খালি করতে ব্যর্থ হয় কলকাতা পুরসভা। কলকাতা পুলিশের সহযোগিতা মিলছে না বলে হাইকোর্টে জানায় পুরসভা। সোমবার আবারও ছিল এই মামলার শুনানি। এদিন পুলিশ ও পুরসভাকে কড়া নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি জানিয়েছেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হল। অবৈধ নির্মাণ ভাঙতে হবে। না-পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
পুরসভা সূত্রে জানা গেছে, কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর নারকেলডাঙা এলাকায় একটি অবৈধ পাঁচতলা বাড়ি রয়েছে। বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বলে মামলা দায়ের হয় হাই কোর্টে। বাড়িটা যে বেআইনী তা স্বীকার ও করে পুর প্রশাসন। হাইকোর্টে রিপোর্ট ও জমা দেয় কলকাতার পুরসভার বিল্ডিং দফতর। গত মাসে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু সোমবার হাইকোর্টে পুরসভা জানায় ওই বাড়ির একতলা খালি করা হয়েছে। কিন্তু বাড়ি থেকে বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না। পুলিশের সহযোগিতাও মিলছে না বলে অভিযোগ।
যদিও হাইকোর্টে কলকাতা পুলিশ জানায় নারকেলডাঙার অবৈধ ওই বাড়িতে নোটিস সেঁটে দেওয়া হয়েছে। বাসিন্দাদের বাড়ি ছেড়ে দিতে বলাও হয়েছে।এরপর বিচারপতি সিনহা বলেন, পুলিশ কাজ না-করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া ছাড়া আর উপায় নেই। প্রশাসনকে ১০ মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করতে হবে। না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবে। ১০ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।