
সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: নদিয়ার করিমপুরে ভারতের-বাংলাদেশ সীমান্তের ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে ৯ একর জমি দেবে রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সীমান্তরক্ষী বাহিনীকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাঁটাতারের বেড়া দিলেও স্থানীয়দের চলাচলের জন্য একটি গেট তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
প্রসঙ্গত জমির প্রয়োজনের কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল সীমান্তরক্ষী বাহিনী। কাঁটাতারের বেড়া দিতে ও আউটপোস্ট তৈরি করতে সমস্যা হচ্ছিল বিএসএফ এর। এবার রাজ্যের তরফে জমি দেওয়া হলে সেই সমস্যা মিটবে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিয়ে মাঝেমধ্যে অশান্তির খবর শোনা যাচ্ছে। আর সেই কারণে তৎপরতার সঙ্গে রাজ্য সরকার জমি দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছে বলেই সূত্রের খবর।
অন্যদিকে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে নদীর জল যাতে ব্যবহার করতে পারেন স্থানীয়রা তাই একটি গেট নির্মাণের দাবি জানানো হয়েছে। কাঁটাতারের বেড়া সম্পন্ন হলে সীমান্তে অনুপ্রবেশের হার কমবে বলে আশাবাদী স্থানীয় মানুষজন।
ভিডিও দেখুন-