
প্রতীতি ঘোষ, উত্তর চব্বিশ পরগণা: ইদের দিন ভর দুপুরে ভাটপাড়ায় দাদার হাতে মৃত্যু ঘটল ভাইয়ের। ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর সাইডিং এলাকায় মোহাম্মদ হামিদ নামক এক যুবককে রীতিমত পিটিয়ে খুন করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার দুপুরে মোহাম্মদ হামিদ এর সাথে বচসায় জড়িয়ে পড়ে তারই এক দুসম্পর্কের দাদা মোহাম্মদ ভীমা। বচসা পৌঁছয় হাতাহাতিতে। শেষে বেধরক মারের ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আক্রান্ত যুবক। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার রাতেই তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তাছাড়াও জানা গিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় মন্তব্য করেছে দুই শাসক বিরোধী দলও। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন,”মানুষের মধ্যে এখন আর ভয় নেই যখন তখন যাকে তাকে মেরে দেওয়া হচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে বলে”। অপরদিকে ভাটপাড়া তৃণমূল কংগ্রেসে সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, “এর সঙ্গে কোন রাজনৈতিক যোগাযোগ নেই, সম্পূর্ণ পারিবারিক ঝামেলার জেরে খুন হয়েছে। প্রশাসন যা ব্যাবস্থা নেওয়ার নেবে”।